বন্ধু আমার সুখ পাখিটা
    হারিয়ে গেল কোথায়?
কোন্ দেশেতে তার বসবাস
       কার শহরে ঠাঁই?


কোন্ গাঁয়ে তার বসতবাড়ি?
     কোন্ সে নদীর ধারে?
একটি পলক দেখার তরে,
     কোথায় পাব তারে?


হৃদ-মাঝারে যতন করে,
    রেখেছি আমি তারে।
তার ছবিটা চক্ষু মেলি,
     দেখি বারে বারে।


রোজ নিশিতে কাঁদায় মোরে,
      নিদ্রা বিহীন রাত!
তার প্রেমেতে মগ্ন হয়ে
   ভুলেছি গোত্র জাত।