তাহার কাজল কালো নয়নে, অপলক চাহনিতে,
সে কি বিস্ময়! বড়ো মায়াময়।
থেমে যায় আপনার পথচলা।
তাহার ঐ দু-নয়ন যেন কিছু বলতে চায়,
তাহার ঐ চাহনি বুঝি বড়ো রহস্যময়।
আপনি কি নির্বোধ! না কি কেবলই অবহেলা!
যৌবন জ্বালাময়ী সহস্র দিবসের শত-সহস্র বেদনার কথা,
মুখে তাহার ভাষা নাই। কী বা বুঝার উপায়?
কুমারীর চোখে চোখ রাখা এবারই পহেলা।কুমারীর ঐ কোমল ঠোঁটে ভারী উত্তাল প্রেম,
ব্যগ্র ভাবনায়, কীভাবে তাহারে থামাই?
সহসা এই ভেবে আপনি হই পথভোলা!