অভাবের তাড়নায়
ছাড়িয়া আপন দেশ,
আসিয়াছি প্রবাসে,
ঋণ করিতে শেষ।


পিতা-মাতা, বিবি, পোলা
করিয়াছি পর!
খুকির ডাক শুনিলে মোর,
আঁখি হয় নির্ঝর!


রোদ্দুর প্রখর তাপে
কর্ম করি সারাদিন।
প্রবাসে জীবন মানে,
বড়ো কষ্টের, বড়ো পরাধীন!


দূরের এই দূর প্রবাসে,
থাকি, একলা-একা।
রাত জাগি ভাবি আনমনে;
কবে পাইবো তাহাদের দেখা।


দুখে দুখে বেলা কাটে,
কাটে বারো মাস।
দুঃখই মোর আপন,
দুখের আমি দাস।