রাস্তায় ছাড়ানো খই,কাগে  খাবে
স্মৃতিগুলো সব হারিয়া যাবে।
থাকবে কোথাও কোনে
হবে মনে হয়ত কখনো
অতি প্রিয় রিপু গুলো ফেলে যাবে।
সপ্নের সাজানো শরীর জ্বলবে
যা এখন সাজানো সবার সাথে ।
সবার মাঝে জাত ধর্ম সবার উপরে
অদ্ভুত সময়ে ,সবার আড়ালে ।
সবার কাছের মানুষ দুরে যাবে
একটা কটু গন্ধ ,আর তাপ
অদ্ভুত লাগে ,একটা অপেক্ষা জ্বলে যাওয়া...


একলা হওয়ার জালা অন্তহীন
চিরেফালা  এক না বলা জালা ।
আর আগুনের মাঝে একলা থাকা
অফ্ফ্স শেষ হয়ে যাবে কিছুক্ষনে ।
থাকবে একমুঠ ছাই
জীবন তখন বড়  উদাস ।
এক একলা ,অন্তহীন দির্ঘসাশ
এক আগুনের গোলা ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য "https://www.facebook.com/EkataKabitaAmiTumi
বা
https://www.facebook.com/groups/165801120210589/
এখানে এসো)