নিরন্তর এক সংঘাত নিজের সাথে ।
কখনো বিতৃষ্ণা তৃষ্ণার্ত  হৃদয়
কখনোবা জীবনের সম্পর্কের তারে ।
এক ঝংকার তোলে আলোড়িত হৃদয়ে।,  
কখনো কষ্ট ,কখনো আনন্দ ঝরে ।
কি এক আশ্চর্য সূর্যোদয় জীবনের প্রাতে,
কিছু করা ভুল মাথাকুটে মরে।
সন্ধ্যের জানলার ওপারে আরতি হয় ,
জীবনের শব্দগুলো কানে বেজে চলে ।
ভালো কথা দাগ টানে না ,আনন্দ অন্ধকারে
চুপ করে বসে থাকে হৃদয় ,অশ্রু ঝরে ।
কিছু না বলা কথা ,চিত্কার করতে চাই
কিন্তু ভয় পায় ,অদৃষ্ট হেসে চলে ।
কেউ স্বপ্ন দেখে ,কেউ নীরবে কাঁদে
সময় চলে যায় স্মৃতি কেঁদে মরে।  
কিছু ঠিক ,কিছু ভুল বোঝা যায় না
যার উত্তর শুধু হৃদয় পুড়ে চলে ।
ঘড়ির কাঁটা সরতে থাকে ভবিষ্যতে
আর সময় শুধু বেথ্যার কথা বলে ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi ")