বা বেশ তোর সুন্দর চোখ
সুন্দর তোর কথা ।
তোর লাল গোলাপী ঠোঁটে
অদ্ভূত সুন্দর আদল ।
আমি দেখি আমি মুগ্ধ পাখি
উড়ে যায় আমি শহরে শহরে ।
তোকে খুঁজিফিরি কতরূপে
আমি দেখি তোকে রোজ ,
দেখি তোর লুকোনো ব্যাথা ।
তোর আঙ্গিনায় আমি খুদ খুটে খায়
তোর চোখের জলে আমি চান করি ।
তোর কথা আমি ভুলতে পারি না
তুই ধাঁধার মতো প্রশ্নে বাঁধা ।
তোকে আমি নিজের করতে চাই
তোর গন্ধ লেগে আমার ডানায়।
আমি যখন উড়ি ছিটিয়ে দি গন্ধ
আমি ফিরে আসি আবার তোর মায়ায় ।
বা বেশ তোর অদ্ভূত রূপ
সুন্দর তোর ছায়া ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi ")