বন্দী ফ্রেমেতে বন্দী নাগরিক
ওরা সব হাসতে ভুলে গেছে ।
হাসি সাজিয়ে তাই হাসতে থাকে
দশটা পাঁচটা করার মাঝে
জীবনের গতিপথে নিজেকে ভুলে গেছে ।
পর্দায় দেখানো রূপকথার সুগন্ধে ভুলে
শুধু স্বপ্নের পিছনে ছুটতে থাকে ।
আমি তুমি আর চার কামরার ৫০০ স্কুয়ারফুট
সম্পর্ক্য ভীতি আর মুঠোফোনে ভুলে
আরকিছু নয়
ওরা  জীবনটাকে ভুলে গেছে ।


মাসের শেষে ক্রেডিট পেমেন্ট
গাড়ি ,গয়না , বাড়ির E M  I -এ ঘেমে
চান করে ওরা ।
সাজানো আকাশে ভাসতে ভাসতে
খোলা মনে থাকতে ওরা ভুলে গেছে ।
নগর শহরে সাজানো পাঁচতারা
দীর্ঘ শ্বাস  লোভ গুমরে মরে ।  
কি করে ? কি করে ?
তাইতো ওরা পাপ করে ,
আর পাপ ওদের জড়িয়ে ধরে ।


ওরা বিষ খায় পথের ধোঁয়ায়
নগরের বিষ ওদের দেহমনে ।
দিন শেষে ক্লান্ত নগরে
আর কিছু নয়
ওরা বাঁচতে ভুলে গেছে।  
বন্দী নগরে মডার্ন ফ্রেমেতে  
বন্দী জীবন
ওরা সবাই হাসতে ভুলে গেছে ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)