সব কিছু  ফুরোনোর  আগে
একবার পিছে ফেরা যায় না ।
লাল সূর্যের দেশের মাটিতে
আরেকটু সবুজ করা যায় না ।
নাই বা হোলো
ভাঙ্গা হাড়ি ,ভাঙ্গা শব্দ ।
হাড় ভাঙ্গা মানুষের ক্লান্ত অভিশাপ
দু মুঠো ভাত ।
নাই বা হলো  
উড়ে যাওয়া মনুষত্বের অভিশাপে
ধর্ষিত নারী
ধর্ষিত সমাজের ভিত ।
তার ভিতরে ছড়ানো বিষ
ছড়ানো দীর্ঘশ্বাসে ছড়ানো অভিশাপ ।
মায়ের রক্তে ,বোনের রক্তে
মানুষের রক্তে
ভেজানো হাত  
তাই বলে কি মুখ লোকানো ভালো ।
কিছু মায়া ,কিছু প্রেম
অবশিষ্ট সময়ের সম্বলে
একটু ঘুরে দাঁড়ানোই ভালো ।
সব কিছু ফুরোনোর আগে
একবার চেষ্টা করা যায়
একবার ঘুরে দাঁড়ানো যায়
একবার তো বাঁচা যায় ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)