যদি কখনো চলে যাবে বলো
আমি মিশে যাব আমার জমিতে ।
আম ,কাঁঠালের ভিড়ের মাঝে
আমি ঠিক খুঁজে নেবো
সাড়ে তিন হাত জমি ।
আমায় বলো তুমি যাবার আগে
আমি খুঁজে নেবো
আলাদিনের আশ্চর্য প্রদীপখানি ।
অদৃশ্য হয়ে যাব জিনের সাথে
কোনো রূপকথার দেশে ।
যেখানে তোমার হাতখানি
আমি জড়িয়ে ধরবো নিজের অধিকারে ।
যদি কখনো বাক্সবন্দী সংসার
তুমি তৈরী করো আমায় ফেলে
আমি ঠিক চলে যাব,
তোমার আগে ,তোমায় ছেড়ে ।
মিশে যাব দুর আকাশে
বহুদূরে ।
তুমি মুখ তুলে চাইবে
কোনো মেঘলা দিনে আকাশ নীলে।
আমি নামব তোমার চোখের পাতায়
আমি হয়ে ,
ভীষণ কাছের হৃদয়ের অনুভূতি হয়ে ।
যদি কখনো চলে যাবে বলো
মনে রেখো আমি যাব ,
তোমার আগে ,তোমায় ফেলে।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)