দূর ভালো লাগে না আর
ভালো লাগে কৃত্রিম চর্বিতচর্বন ।
সকাল থেকে সাজানো শহরে
দৌড় আর দৌড়
দূর ভালো লাগে না আর ।
অন্তরের দুর্বল রিপুগুলোর
চোখ রাঙানো ,
অযথা মস্তিষ্কের ক্রীতদাস হয়ে
কিছু আলো অন্ধকার মায়ায়
হৃদয়ের উপর ছুরি চালানো ,
ভালো লাগে না ।
জীবনের পথে চোখের কোলে কালি মেখে
আয়নায় মিথ্যা স্বপ্ন দেখতে ,
নিজেকে দাঁড় করাতে ইচ্ছা করে
কোনো ফাঁসির মঞ্চে অকারণে ।
থেকেও না থাকার যে আকাঙ্খা
তাকে অকারণ অনাদরে কামড়াতে ইচ্ছা করে ।
এ যেন কোনো সন্ধায় শাঁখের শব্দে জেগে ওঠা
নিজের জাগরণে যে ভীতি
তাকে তাড়াতে ইচ্ছা করে দুই চড় মেরে ।
ভালো লাগে না আর
সাজানো শহরে ,সাজানো সম্পর্কের
দুর্ভেদ্য দুর্গের একলা অধিকারী হয়ে ।
উড়ে যেতে ইচ্ছে করে
কোনো বাউল হয়ে খোলা আকাশে
আমার একতারায় বাজুক মুক্তির সুর,।
শান্তি আসুক আমার শহরের হৃদয়ে ।
যাতে আবার বলা যায়
আমি ভালো আছি ,খুব ভালো ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)