কিছুটা কৃপণতায় বটে
এই যে তোমায় মন খুলে বলতে পারি নি
সেই পুরনো কটা শব্দ ।
যাদের মাঝে কাঠবেড়ালি ঘোরে ফেরে
কাঠবাদামের মাঝের টুকু ভালোবাসে
সেই টুকু গো,
তোমার হৃদয়টা
তোমার হৃদয়টা চেয়ে নিতে পারি নি  ।
সকালের উনুনের ধোঁয়ায়
যখন চোখে জল আসে
তখন তোমার মুখটা ভেসে ওঠে সেখানে ।
সেই বৈশাখী শাড়িতে
ঘেমে নেয়ে তুমি সাজিয়ে দিতে প্রেমের থালা ।
আমি পেট পুরে খেতাম
আর দৌড় দিতাম রেললাইন ধরে ।
কোনো অচেনা মায়ার শহরে
খিদে কুড়োতে।
যখন ফিরে আসতাম চেনা পথ ধরে
দরজায় দাঁড়ানো শালিখটা জোড় বাঁধতো
চার কামড়ার ঘরে।
আজ দৌড়টা আছে স্বপ্নের দৌড়
এক কামড়ার মৃত স্বপ্ন ।
যা দৌড়ায় তোমার দিকে ঘুমের ঘোরে
ইশ সেদিন যদি বলে দিতে পারতাম
সেই পুরনো কটা শব্দ ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)