আজ বৃষ্টি নামুক
আকাশের বুকে চিরে দীর্ঘশ্বাসে ।
এক আকুতি
আজ নীলাঞ্জনা ভিজবে বৃষ্টিতে ।
খোলা ডায়রির পাতায়
এক ফোঁটা জল ।
এলোমেলো করে দেবে নীলাঞ্জনার একাকিত্য
মুছে যাবে জীর্ণ অভিশাপ ।
নীলাঞ্জনার শরীরে যৌবনের আগুন
আজ নিভবে বৃষ্টির জলে ।
শরীর বেয়ে শান্তি নামবে
প্রতি লোমকূপে ছুঁয়ে যাবে স্মৃতির আঠা।
বুকে লেগে থাকা দাগগুলো
যেগুলি কষ্টের সাতকাহন লেখে প্রতিদিন
আজ সব মুছে যাবে ।
ভেসে যাবে শরীরের পাপ
বৃষ্টির জলে ।
আজ এক পবিত্রতা
যা ছুঁয়ে যাবে নীলাঞ্জনার ভিতরে বাহিরে
মুছে দেবে সব স্মৃতি দাগ ।
আজ নীলাঞ্জনা ভিজবে
বৃষ্টির জলে ।
আজ বৃষ্টি নামুক
আকাশের বুক চিরে
আজ শান্তি আসুক নীলাঞ্জনার জীবনে ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)