কয়েক শত হৃদয় কোষের রক্তে
যে কবিতা জন্মায়
তার মাধুর্য কতোটুকু গুণগ্রাহী
তার সম্ভাবনায় ঘুম নেই কবিতার।


যে প্রসব যন্ত্রণার অন্তরিত
এক রক্তাক্ত হৃদয়ের অঙ্গীকার
আমি আসছি
আমার জন্ম লিখে দেবে কোনো কবি
আমার জন্মদাত্রী কোনো হৃদয়
তার পূর্ণতায় ঘুম নেই কবিতার ।


রোজ নতুন রং মেখে
সময়ের সুরে, সময়ের ছন্দে
মায়াময়ী হৃদয়ের প্রতিবাদী কন্ঠ ।
ছুঁয়ে যায় দিস্তা দিস্তা সাদা পাতায়
তার চিন্তায় ঘুম নেই কবিতার ।


হৃদয়ের জোকের চুষে খাওয়া রক্তের
মৃত যে শরীর সেটা কবিতা ।
ধর্ষিত শরীরের বেদনাক্ত কামনা
এক ক্ষুদ্র সৃষ্টি
একটা কবিতার চোখে
ঘুম আসে না হৃদয়ের যন্ত্রনায় ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)