সময় যদি যায় তবে যাক না
সময়কে যদি বেঁধে দেও নিয়মের কাঁটায়।
তবে পৃথিবী রবে
গতি রবে না ।


নদীর পথ যদি বেঁধে দেও শৃঙ্খলে
তবে আবিষ্কার হবে
নদী রবে না ।


মৌসুমী হওয়া যদি ঘুরিয়ে দেও বয়সের বাঁধনে
তবে মরুভূমি হবে
বৃষ্টি হবে না ।


গোলকের সব বায়ু যদি বেলুনে ভরো
তবে গোলকটা রবে
জীবন রবে না ।


জীবিতের অনুভব যদি কেড়ে নেও
তবে যন্ত্র রবে
জীবিত রবে না


দিনের পরে যদি রাত না আসে
দিনটা তো রবে
চোখে ঘুম রবে না ।


সময় যদি যায় তবে যাক না  
নিজের পথে নিজের মতে ।
তবে জীবন বেঁচে রবে
সময় থমকে রবে না ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো 'https://www.facebook.com/EkataKabitaAmiTumi '
OR https://www.facebook.com/groups/136539796511474/)