চেনা শব্দের মোড়কে মেতে
অজন্তার গভীর অন্ধকারে নগ্নতা দিয়ে
আর ধরে রাখা যায় না ।


উঁচু নিচু বিশালতার আঙ্গিনায়
ছড়ানো তৃপ্তি
আলোর রেশ ধরা যায় না ।


খোলা ম্যাগাজিনে ছড়ানো দানার মাঝে
সভ্যতার প্রতিবিম্বে  
নিজেকে দেখা যায় কিন্তু মানা যায় না ।


সাজানো শরীরে উঁচু নিচু ঢিপিতে
খালি চোখে ধানের খুদ খোঁজা
অসম্ভব বুঝেও বোঝা যায় না।  


দ্রোপদীর সয়ম্বরে অর্জুনের তৃষ্ণা
পাঁচজনে ভাগ করে নেয়
অর্জুন অতৃপ্ত ত়া জানা যায় না ।


আলোর আঙ্গিনায়  প্রেমের তাজমহল
স্মৃতির  ধাঁধায় বাঁধা
তাকে দেখা গেলো পাওয়া যায় না ।


বীরাঙ্গনার বীরত্ব ইতিহাস আছে
সতীর সতীত্ব ভাঙ্গা যায়
সময়ের নগ্নতা ঢাকা যায় না ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)