অন্তরের জর্জরিত সন্ধায়
যখন চারিদিকে পোড়ে প্রদীপের তেল
তখন আমার একা লাগে ।
হৃদয় যেন ছুটে চলে যেতে চাই
পিছনের জীবনের পাতায় ।
যেখানে কোনো বৃষ্টির স্পর্শে
পচে গেছিলো আমাদের সম্পর্কের দেওয়ালটা ।
যেখান থেকে সরে গেছিলো এ গোলকটা
দুটো দিকে ।
দুটো দুপেয়ের, দুটো হৃদয়ের
দু ফোঁটা রক্ত ঝরেছিল হৃদয় স্মৃতিতে।
সেখানটা এখন পচে গেছে
শুধু পচা গন্ধটা রয়ে গেছে ।
সেখানে ঘোরে ফেরে স্মৃতির শকুনগুলো
ছিঁড়ে ছিঁড়ে খায় প্রেম শব্দটাকে ।
আর তখন অসময়ে ভীষণ কান্না পাই
ভীষণ একটা তৃষ্ণা পোড়ে গলার ভিতর ।
কিছু একটা বলতে চাই হৃদয় একলা রাতে
হাতড়ে বেড়াই কাউকে শীতল বিছানায় ।
কাউকে ছুঁতে চাই হৃদয় গভীরে
কাউকে নিজের বলতে চাই ।
আর তখনি মনে হয় ছিঁড়ে ফেলি
পোড়াই হৃদয় প্রদীপের শিখায় ।
উবরে ফেলি নিজেকে নিজের থেকে
হৃদয় মুক্তি পেতে চাই ।
হৃদয় ভালো থাকতে চাই
হৃদয় বাঁচতে চাই ।
আর তখন বাজে শঙ্খ হৃদয় খাঁচায়
সন্ধ্যা হলো
বেশ হলো
আর পুড়তে চাই না অভিশপ্ত  হৃদয় ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)