শেষ বিকেলের পড়ে যাওয়া রৌদ্রটা
অন্ধকারে মিশে যাচ্ছে।  
চোখে চোখ রেখে
বুকের সাথে বুক মিশিয়ে।
যে নিশ্চিন্ত অহংকারে পড়ন্ত রৌদ্রটা
বুক ফুলিয়ে হাঁটছে অন্ধকারের পথে
ও তো জানে না অন্ধকারটা কি ?
অন্ধকারের মাতাল নেশায়
অন্ধকারের ছলনায়
অন্ধকারের প্রেমে শুধু আলো ডুবে যাচ্ছে ।
ফুটপাথের রেলিং ছুঁয়ে
যে শেষ আভাটুকু বেয়ে নামছে
সে জানে না আর কিছুক্ষণ ।
তারপর থাকবে না আর অস্তিত্ব
তারপর থাকবে না আলোর জীবন
তারপর থাকবে না কিছু
সবটুকু মিলে যাবে অন্ধকার শ্মশানে ।
যে অহংকারে সকালের সুর্য আসে আশা নিয়ে
তার রেশটুকু থাকবে না ।
থাকবে না কোনো আকাঙ্খা বেঁচে থাকার
থাকবে না কোনো ভালোলাগা
থাকবে না এই প্রেম
অন্ধকারে মিশে গেলে শব থাকবে শুধু।
থাকবে না আর আলো
আর কিছুক্ষণ
তারপর সব শেষ ।
(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)