কবিতার গ্রহে এক আকাল লেগেছে
পুরনো প্রেম সস্তার কুকারে সেদ্ধ করে
বারংবার চর্বিতচর্বন
আর কাহাতক ভালো লাগে ভাই ।
কবিতার কি কোনো জাতধর্ম নেই
বাজারী বেশ্যার মতো
শব্দের নোলকে বিঁধে
বারংবার সাজঘরে নতুনে সাজে
পুরনো শরীরের ধর্ষণ
আর ভালো লাগে না ভাই ।
শরীরটা তো শরীর ছাড়াও বলা যায়
আকাশ ,বাতাস ,নদীকেও ভালোবাসা যায়
কিন্তু সেই প্রেম
যে শব্দটা পচে গেছে
ছয় থেকে ছাপ্পন্নর হৃদয়ে শব
তবু প্রেম রসে মজে থেকে
প্রেমের গুণকির্তন করে যায়
একে কি আর মানা যায় ভাই।  
তারউপর আছে ভাষা বিরম্বনা
কে লিখছে  ,কিভাবে লিখছে ,কেমন লিখছে
এ সব ছারো
অমুখ অক্ষরে লিখল না কেন
এ ভাবে লিখছে কেন
হাজারো প্রশ্নের প্রগতির গন্ডীতে
কবিতাটাই  হারিয়ে যাচ্ছে ।
শুধু অকাল বোধনের মতো
কবিতা সৃষ্টি হচ্ছে ।
এভাবে কি ভালো লাগে ভাই
কবিতাকে কি আর বেশ্যার মতো ভালোবাসা যায় ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)