যদি এতটাই নগ্ন হওয়া যায়
তবে একটা শরীর কিনে নিলেই তো পারি ।
যদি প্রেমটা এতটাই শারীরিক হয়
তবে নগ্নতাকে গায়ে মেখে নিলে পারি ।
মুখের ভাষায় ,পাড়ার মোড়ে
চায়ের দোকান ,কলেজ কান্টিনে
শুধু এক নগ্ন শারীরিক চাহিদা ।
ঘরের বোকা বাক্সটা এতটাই নগ্ন
যে মা বাবা মানে না ।


মাগাজিনের পাতায় পাতায় উঁচু উঁচু শরীর
শহরের বুকে বুক দেখিয়ে ঘোরে নগ্ন স্পর্শ ।
চলচিত্রে প্রেম বিক্রি নগ্নতার দামে
সত্যি করে ভাবলে নগ্ন সমাজে
নগ্ন মানুষের ঢল নেমেছে
যেখানে কেউ ভেদাভেদ মানে না ।


নগ্নতা বিকোয় বাজারে বাজারে সস্তা দামে
কি খোঁজে সবাই
একটা মন না একটা নগ্ন শরীর ।
যতোই চোখ ঘুরিয়ে নেও
কি দেখো মুখ ঢেকে ......নগ্নতা ।
নগ্নতা যদি সবার এতোই প্রিয়
তবে সবাই নগ্ন হয়ে গেলেই পারি ।
আসলে  কি জানো সবাই
শরীর ছাড়াও নগ্নতা হয়
নগ্নতা কখনো লুকিয়ে থাকে না ।


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)