পা বাড়িয়ে রোগা থেকে মোটা হব
তা কি হয়?


সেদিন কে একজন বললো
চল কষ্ট খুঁজি
সেটা কি খোঁজা যায়
কষ্ট নিজেই খুঁজে নেই ।


দিনের আলোর থেকে পরিস্কার কিছু থাকলে
সেটা সত্যি
সত্যি কি লুকিয়ে রাখা যায় ?


চোখের জল জীবন পাতায়
গড়াতে থাকে
সে তো নিজেই শুকিয়ে যায় ।


বায়ুর দুষিত কালি
সে কি দেখা যায়
সে তো নিজেই শরীরে আসে যায়।


অন্ধকারে আর আলোর তফাৎ
মুছে দেওয়া যায়
আলো তো আসলে অন্ধকারে মিশে যায়।


জীবন থেকে প্রাণটাকে বের করা যায়
প্রানের আমি ,প্রানের তুমি
জীবনটাকে জড়িয়ে ধরা যায়  ?


জীবন মানে প্রাণ
কিন্তু জীবন যখন শুন্য হয়
সে কি বাঁচা যায়
জীবন শুধু শব হয়ে থেকে যায় ।


প্রাণ ছাড়া এ শুকনো জীবন
বেঁচে থাকা যায় ?


(কবিতার অন্য ভুবনে যাওয়ার জন্য সকলকে আমন্ত্রণ রইলো "https://www.facebook.com/EkataKabitaAmiTumi "
OR https://www.facebook.com/groups/136539796511474/)