রোজ তো শব্দ করে
ভাবনারা ডুবে মরে কালো দিঘির জলে
শব্দ বেশ্যারা রাস্তায় দাঁড়িয়ে
আরো গোঙাতে থাকে।
খুলে যায় শরীরের বিষ প্রান্ত
অন্ধকারে মিশে যায় ভাবনা।
কয়েক ফোঁটা বিষের বদলে
উঠে আসে অমৃত সমুদ্রের প্লাবনে।
ভেসে যায় শরীর
শরীরে বিষ লাগে
মা বোনের নিংড়ানো শরীরে লাগে
লোভী কামার্তের নোনতা জীভ।
আরো প্রেম
আরো খুদা প্রেমের
স্বপ্ন ভেসে যায়
ভেসে যায় স্মৃতিপটে সাজানো ঘর।
শব্দরা হাসতে থাকে
উঁকি মারে কিছু অশ্লীল শব্দ।
গ্রহ কনার বিষাক্ত খাদ্য শব্দ বেশ্যারা
তখন রাস্তায় নেমে আসে।
নারকীয় স্পর্শে বিদীর্ণ করে চারিধার
এক হা হা কার
কেন প্রেম আর প্রেম ভাবনা
সব শব্দবেশ্যা।