সেদিনের সেই শিউলিগুলো
সেদিনের সেই সন্ধ্যা
সবটাই কেমন আটকে আছে বুকে।
অনেকটা একটা ঘুনপোকা
তার অসীম ধৈর্য্য ,
তার অকৃত্রিম আকাঙ্খায়
কুরে কুরে খায়।
আমি আছি, তুমি আছ
শুধু  বদলে  গেছে প্রেমের মানে ,
শুধু  বদলে গেছে মনের ইচ্ছাগুলো।
যদি আমি
গোলকটাকে উল্টো ঘোরাতে পারতাম
যদি আমি
সেই  শিউলিগুলো আবার ফিরে পেতাম
তবে আঁকড়ে রাখতাম তাকে।
তার গন্ধ যদি ধরে রাখা যেতো
তবে আমি প্রেমের দেবতা হতাম।
তোমাদের ছিটিয়ে দিতাম প্রেমের গন্ধ
গোলকটাকে ভরিয়ে দিতাম প্রেমে।
সেদিনের সেই শিউলিগুলো যদি ফিরে পেতাম
তবে বদলে যেত আজকের মানে।