খেয়ে পরে বেঁচে থাকার নেশায়
অনন্ত এক দাগ লেগে আছে।
গভীর থেকে গভীরে যাও
কিছু গোপন স্বাদ লেগে আছে।
হাসি ,কান্নার মিলিত জীবনে
সময়ের বাঁধ  বেঁধে আছে।
বাঁধ  ভেঙ্গে দেও
খেয়ে পরে বেঁচে থাকার নেশায় ,
অনন্ত এক দাগ লেগে আছে।


ফুটপাথে জীবন্ত ঘুঘু
ঘরের দেওয়ালে নিভন্ত আলো ,
একফোঁটা ছাই
জীবন খাতায়
নুন লঙ্কার জং ধরে আছে।


আবার শতাব্দীর আলোয়
জোত্স্না ভরা রাতে ,
আমার দু চোখে স্বপ্ন
হৃদয় প্রেয়সীর সুর ছুঁয়ে আছে।
হাসি কান্নার মিলিত সংসারে
কিছু গোপনতা আছে।
গোপনতা ভেঙ্গে দেও
একি শতাব্দীর আলোয়
কিছু অন্ধকার স্বাদ রাখা আছে।