স্বপ্নের ঘোরে কথা বলতে বলতে
কখন যে বারন্দার রেলিং ধরে দাঁড়াই ।
ঝোলানো ক্যাকটাসে এক আলাপন
কিছু রুক্ষ অনুভূতির হৃদয় আতুর,
সেই আতুরে জন্ম প্রেমের
জোত্স্নার হাত ধরে চুমু খাই।
জড়িয়ে ধরি মিশে যাওয়া বুক
এক মেঘাছন্ন আকাশ জোত্স্নার গায়ে।


আমি চলেছি আর চলেছি
কয়েকটা কথা তোমায় বলেছি।
শুধু খালি পায়ে ,খালি  প্রেম পাই
আর ক্ষত বিক্ষত এ হৃদয়।
স্বপ্নের ঘোরে থাকতে থাকতে
আমি ক্যাকটাসের জীবন পেয়েছি।