ঠোঁটের সাথে ঠোঁট ঘষি ,বুকের  সাথে বুক
মনে হয় মিশে যায় তোমায়
স্বপ্নে দেখি তোমার মুখ।


এ  কি প্রেম, না  শরীর
এ কি শুভ ,না অন্ধকার
কে তুমি দাঁড়াও এসে ,স্বপ্নের ওপারে মেঘ।
বুঝি না ,বুঝি না
কি তুমি
প্রেম না শরীর ?


ক্ষনিকের মস্তিষ্ক নিউরনে আগুন
আমি চলে যায় তোমার গভীর থেকে গভীরে।
পুড়ে যায় ,পুড়ে যায় গভীরে
প্রেম খিদা স্বপ্ন বৃষ্টি।
মিলেমিশে একাকার
শরীরের রূপ।


শরীর শুধু শরীরে  দগদগে স্মৃতির বুক
আমি পুড়ি মিশে যায় তোমায়
আমার হৃদয়ে তুমি চুপ।