আনন্দ আসছে
সাথে নিয়ে তার খোলা দিনের সুর।
হাসবে নাকি জীবন ?
ট্রেনের দুলুনির মতো জ্বর জীবনের।
একঝাঁক পায়রার মুছে যাওয়ার মতো স্মৃতি
শারদীয়ার পাতায় জীবনের হাসি,
বিবর্ণ সময় বিন্দু বিন্দু ঘাম ঠিক উত্তপ্ত সীসা।


এ ওর হাত ধরে
হাতে হাত  সম্পর্কের তারটা
আবার বাজবে এক আনন্দের সকালে।
আমি থাকবো
তুমিও থকবে জীবন ঝলমলে উত্সবে
আনন্দ আসবে বলে।


রেডিওর নির্দিষ্ট সকালে মহালয়ার সুর
জীবনের আনন্দে শরতের কাশফুল।
উত্সবমুখোর নতুন সকাল
আশায় আছো  জীবন ?
আনন্দ ভালোবাসবে বলে
তারপর প্রত্যাখ্যান জীবন,
উত্সবের আলোয় কুঁকড়ে যাওয়া অন্ধকারে।