প্রত্যয়ী হয়ে উঠি মাঝে মাঝে
অলংকার থেকে সমীকরণের দরজায় দাঁড়িয়ে।
বৃত্ত আঁকতে  থাকি
একটা,দুটো, তিনটে ,হৃদয় জুড়ে।
গন্ডির বাইরে পা বাড়ানো কসমেটিক সার্জারির রূপ
কিন্তু ছুরি ,কাঁচি ,একই থাকে।


প্রত্যয়ী হয়ে উঠি মাঝে মাঝে
দরজা ঠেলে ঢুকে পরি অনির্দিষ্ট খাদের কিনারায়।
শরীর থেকে চটচটে ঘামের মত লেপ্টে থাকে সময়
বৃত্তের বাইরে।
একটা জীবন
থেকে যায়
আসলে বৃত্তের রেখাটুকু  সরল নয়।


প্রত্যয়ী হয়ে উঠি মাঝে মাঝে
অলংকার থেকে সমীকরণের কিনারায় ভাবনার নৌকা।
একটুকরো জীবন ছুঁড়ে ফেলি জলে
কম্পনে ঢেউ ওঠে হৃদয়ের জানলায়।
আসলে হৃদয়ে বৃত্তকে বাঁধা যায় না
প্রত্যয়ী আমি সমীকরণের কিনারায়।