ঘড়ির কাঁটায় শুয়ে আছে সময়
টিক টিক টিক টিক।
অস্তিত্বের শব্দে হৃদয়ের ঝংকারে মুগ্ধতা
আবর্তনের পৃথিবীর পরিবর্তনে নতুন প্রজন্ম।
এগিয়ে যাওয়ার পাথেয় আলো
আর অন্ধকারটুকু সরিয়ে রাখায় ভালো।


যে হাত ধরেছি আমি হৃদয়ের গভীর আহ্বানে
যার মুহুর্তের ছবি আমার কবিতার কলমে।
তার উষ্ণতম দিনে আমার প্রতীক্ষা
দু একমুহূর্ত হৃদয়ের হাত ধরে সুনীল আকাশ।
একমুহুর্তের বেঁচে থাকা পাথেয় জীবনে
আর তিলে তিলে  অভ্যাস মরে যাওয়াটা।
সেই অভ্যাস বদলে ফেলায় ভালো
পায়ে পায়ে হাত ধরে এগিয়ে যাওয়া ভালো।


ঘড়ির কাঁটার জীবনে মৃত্যু আসে না
পা টিপে টিপে এগিয়ে  যাওয়া সেকেন্ড ,মিনিট ,ঘন্টা।
তাইতো জীবনে সময় থেমে থাকে না
এগিয়ে চলে আলোর হাত ধরে মুহুর্তের বেঁচে থাকায়।
আবর্তনের পৃথিবীর চাদরে নতুন প্রত্যাবর্তন
জীবন এরি নাম ,ভালো থাকা সময়ের হাত ধরে।