আস্ত একটা কৈ ভেজেছ!! করেছ কি পেলার মা!!
কোথা থেকে টাকা জুটে তা কি তুমি জান না?
বাজারে সব দ্বিগুণ দ্বিগুণ দাউ দাউ দাউ জ্বলছে আগুন
ইনফ্লেশনের ঠেলার চোটে গিটে গিটে যন্ত্রনা
কে যে তোমায় দিচ্ছে এমন কু যুক্তি কুমন্ত্রণা।


দাঁড়াও, দাঁড়াও, রাখ তো সব তেল মসলা দারচিনি-
দু টুকরাে আলু ভাজ আর একটু করো বেগুনী।
এত এত খাবার দেখে কি না কি বলবে লোকে
এ দুঃ দিনে মাছ রেঁধেছ সাহস তো তোমার কম না।
কোথা থেকে টাকা জুটে তা কি তুমি জান না?


ওহো, না না। বেগুন ভাজা, সেও তো তেলের গুষ্ঠি শেষ,
মাইনে যা পাই তা দিয়ে কি জুটবে এমন রাজার বেশ।
চাল আনলে তেল জুটে না, সাধ্য সাধে তাল মিলে না
স্বপ্ন গুলো হারিয়ে বেড়ায়, ইচ্ছেরা সব নিরুদ্দেশ
মিথ্যে তো নয় সত্যি এ যে হিরক রাজার সোনার দেশ।


শুন শুন আন দেখি পান্তা ভাত আর লবঙ্গ,
সাথে দুটি পোড়া মরিচ, আহা! খেতে সে কি আনন্দ।
এ দিয়েই ভরবে যে পেট, বেশি খেয়ে হবে না মেদ-
স্বাস্থটাও তো একটা কিছু তা নিয়ে কি ভাববে না।
অল্প খাবে থাকবে ভালো ভূড়ি তোমার হবে না।