তোমাকে কি সত্যি ভালোবেসে ছিলাম-
কোন দিন, কোন ক্ষনে, অজান্তে বা মনের ভুলে
তোমাকে কি সত্যি ভালোবেসে ছিলাম।
সেই যে পূবের হাওয়া, দেবদারু বন, বসন্তের বিকেল, লাল পলাশের মাঠ-
তোমাকে প্রথম ছোঁয়ার সেই অনুভুতি
আকাশে মেঘের ভেলায় ভেসে যেতে যেতে
স্মৃতির অন্ধকারে আবার যেন গুমরে উঠে বলে-
সত্যি কি তোমাকে ভালোবেসে ছিলাম।
সেই যে ব্যাকুল চোখ তোমাকে এক পলক দেখার আশায়
তৃষ্ণার্তের মত কেন্টিনের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতাে
আজও কি সে একই ব্যাকুলতা পথ চেয়ে থাকে।
যে মনের স্পন্দনে বীণার তারের মত
একই সুর বারবার বেজে যেতো দুপুর বিকেল সন্ধ্যা
আজও কি সে একই তানে ছেড়া তারে সেই সুর তুলে।
আজও কি আমার অষ্টমীর অঞ্জলি নিষ্ফল হয় তোমাকে না দেখে।
ঘুড়ি উড়ানোর বাহানায় তোমাকে দেখার সেই বিকেল গুলো
আজও কি আমার প্রতীক্ষায় পথ চেয়ে থাকে।
নাকি সব ছিল ভুল।
বজ্রের আলোর মত আঁধারে মিলিয়ে যাওয়া মুহুত্বের চাওয়া।
সব আগুন নিভে যায় সব পাতা ছায় হয় জ্বলে
শুধু সেই স্মৃতির ভর্ষ্মটুকু পূবের হাওয়ায় উড়ে নতুন প্রেমের খোঁজে।