কে দেখেছে কে দেখেছে শ্যাম গোপালের নাচ
আকাশ হতে শুনছি যেন হুক্কা হুয়ার ডাক।
পা দুখানি উপর তুলে, হাত দুখানি বেঁকে
কেমন করে নাচছে দেখ পাগলা বতোল খেয়ে।
নাকটি তার আস্ত মোটা, কান দুটো তার খাড়া-
মাথায় কেমন বুদ্ধি নাচে যেমন নাচে ভেড়া।
যেমন নাচে পাগলা গরু ছিড়লে দড়ি বেশ,
তেমন নাচে শ্যাম মহারাজ নেই যে তাহার ক্লেশ।
নাচছে ঘোড়া, নাচছে হাতি, নাচছে মহিষ, নাচছে ঘটি
নাচছে দেখ শ্যাম মহারাজ উড়ছে তাহার কেশ।।
ঐ যে দেখ চুলের ফাকে টাকটি তার দিচ্ছে উঁকি
পেটটি যেন নাচছে যেমন নাচছে ঘোড়া নাচছে হাতি,
উইমা বলে হঠাৎ ডেকে ত্রিতাল ছেড়ে ঝুমুর তালে
পা টি দেখ চটাস করে ফেললো কোথায় কে বা জানে
অমনি হঠাৎ সরাত করে ধরাস করে পড়লো খোকা
ফাটলো মাথা, লাগলো ব্যথা, ভাঙ্গলো দু হাত, হায় কি দশা-
নাকটি তার থেতলে গেলো দাঁত দুপাটি উলটে গেলো
গেলো গেলো সবই গেলো প্রানটা কেবল রখ্যা পেলো,
বৈদ্য এলো, পথ্য এলো, উকিল এলো, নাপিত এলো-
শ্যাম গোপালের নৃত্য বুঝি এবার তবে বন্ধ হলো।