এমন কেন ডাকছে পাখি বনে
হাওয়া এমন বইছে কেন একা,
কোন সে ফুল গন্ধে সুভাষ আনে
কোথা ওগো ফুটলো বকুল চাপা।


কোন সে ডালে ময়ূর পূচ্ছ দোলায়,
কেন ওগো হাসছে সপ্ত-ঋষি
এমন কেন মজছে কপত যূগল
তমাল বনে দূলছে শ্যামল বীথি।


আমি কি আর জানি অতশত-
আমি কি আর জানি তাদের কথা
তোমার আমার মিলন হবে বলে
একলা বনে ডাকছে বনের কেকা।


হাসনাহেনা হাসছে মেঘের মত
মেঘদূত আজ প্রিয়ার পানে ছোটে
একলাকাশে তাম্রলিপি যেন
আধখানি চাঁদ সাঝ আকাশে ফোটে।


আধখানি চাঁদ হাসছে আকাশ ভালে,
উদাস বনে ডাকছে সে কোন পাখি,
বিজন বনে কে সে সুভাষ আনে-
হাজার তারা দিচ্ছে ভালে উকিঁ।


আনন্দে আজ হংস মিথুন খেলে
কটাখ্যে মেঘ তোমার পানে চায়
পাতারা সব মর্মরিয়ে ডাকে
সন্ধ‌্যা আকাশ অন্তরাগে ছায়।


কে জানেগো কি আছে কার মনে
আমি কি আর জানি তাদের কথা
শুধু জানি তুমি আছ বলে
একলা বনে ডাকছে বনের কেকা।