তেঁতুল গাছে পেত্নী ঝুলে,
    গাবের গাছে বাদর,
জ্বিন পরীটা মুখটা ঢাকে
   গায়ে জড়ায় চাদর!


সন্ধে হলে গাছটা ঝাঁকায়
   বাঁশ টা ভাঙে মটমট,
একলা পেলে কাঁদায় ফেলে
   ঘাড়টা মটকে চটপট।


যাস নে দাদু বনের মাঝে
    ঐ ধারেতে নিথর,
এইখানে থাক চুপটি করে
  করবো তোকে আদর!


*গাব-একটি ফল।
০৫/১০/২০২২
চট্টগ্রাম।