বাঁধবি বলে এই সে বাঁধন
ঘুরলি পিছু এতোকাল,
আজ কেনো তায় জং ধরেছে
ঠুনকো কথায় পুড়লি গাল?

হাত ধরে যার শপথ ছিলো
রইবি সাথে চিরকাল,
আজ কেনো তোর বিরহ তীর
বিঁধলো বুকে খুঁড়লো ছাল?

পড়ে মনে! কোন সে ক্ষণে
দিতি ছুঁয়ে ধরতি গাল?
আজ কেনো তুই বদলা নিতে
তোর সে হাতেই তুললি ঢাল?

ভুল না-হয় ছিলোই আমার
মুখ ভরে তুই পারতি গাল,
বৈরী হাওয়ায় রইতাম তোর
ছুঁড়লি কেনো ছিন্ন জাল?

০৩/০৪/২০২৩
চট্টগ্রাম।