চাই না আমি তোদের মতো
ফুলুক বুকের ছাতি,
প্রাপ্তিতে পাই সোনা-দানা
মস্ত বড়ো হাতি।

চাইনা আমি বীরের বেশে
বীর পালোয়ান সাজি,
চাই না সমর তীর ধনুকে
সত্যি হতে গাজি।

চাই না পথে হাতটা মিলুক
মুখ ভরা থাক হাসি,
চাই না চুমুক জড়ায় ধরুক
বলুক ভালোবাসি।

চাই না তৃপ্তি গুরুর ভক্তি
মিলুক ভালোবাসা,
চাই তো কেবল পরপারেই
মিটুক মনের আশা।

২২/০২/২০২৩
চট্টগ্রাম।