কি কারবার ভাই! মরু চরে
কোথাকার এক পাগল,
বেচছে ফুঁচকা ঝালে ভরা
হেসেখেলে গোল গোল!
পয়সা নেয় না! সবটা মাগনা!
আছেও এমন ছাগল!

কেউ জানে না, ঝালের ঝড়ে
লাগলে ঠান্ডা জল,
মিলবে কোথা? বেচবে কেবা
একশো টাকা বোতল!

২৯/১২/২০২২
ভেলোর, ভারত।