তুমি বুঝি দেখতে পাওনি?
কাঁচি দিয়ে কেটে,
মরা ডাল আর হলুদ পাতা
বাদ দিয়েছি ছেঁটে।

গোলাপ গাছের বাগান আমার
পুষ্পে আছে ফোটে,
কাঁটার ভয়ে চায় না যে জন
বন্ধু সে নয় মোটে।

বন্ধু হলো প্রাণের সে জন
দুঃখে যায় না টুটে,
বন্ধু সুজন দুজন ভালো
দূর্যোগে রয় তটে।

বন্ধুত্ব তাই ভালোবাসার
মনটা দিয়ে সপে,
গোলাপ ছাঁটা শুকনো পাতা
কেবল জ্বলে ধূপে।

২৮/০১/২০২৩
ভেলোর, ভারত।