আল্লাহর অলি যেমন ঘুমায়
এই মাজারের কবর,
তোমার আমার মনটা তেমন
বন্ধি মনের ভেতর।

নয়তো বীরে পীর ফকিরে
অগাধ রাখে বিশ্বাস?
দান খয়রাত আর মান্নতেতে
মুক্তির খুঁজে আশ্বাস?

কেউবা দানে কেউবা গানে
জ্বালায় আলোর বাতি,
থাকলে আঁধার দেয়াল মাজার
কেমনে করবে গতি!

দিলে কিনে মাছের আহার
কইতরেরই খাবার,
অলিই বোধহয় হবেন খুশি
স্বপ্নে মিলবে দিদার।

মাজার মাঝের দানেই যদি
মিলতো নবী খোদা,
এই অলি তো মরতো কাবায়;
বাংলার মাখতো কাদা?

১৩/০৩/২০২৩
সিলেট।