শোবার ঘরের নিভলে বাতি
শরীর ধরায় কাঁপন,
এই বুঝি ভূত ধরলো চেপে
আঁধার ঘণায় ভূবন।

ছাড়পোকা বা ইদুর বিড়াল
হঠাৎ যদি নড়ে,
ভয়টা জাগায় গাছের পাতাও
প্রাণটা বেরোয় ডরে।

ভাবছি বসে চোখের জলে
কেমন হবে কবর?
সাপ বিচ্ছু ঐ আঁধার ঘরে
যদি কাটে জাবর!

আগুন মাটি পাথর আঁটি
নেয় যদি শোধ জাপ্টে,
রহম করো আল্লাহ তুমি
তোমার দয়ার স্ক্রীপ্টে।

আলো হাওয়া দরজা ছাড়া
সময় সেথা দীঘল,
হয় যেনো ভাই মরণ আমার
সঙ্গে থাকে আমল।

১৭/১১/২০২৩
ময়মনসিংহ।