সবাই ভাবে মানুষ ভালো
করে না সে পরের ক্ষতি,
চোর ডাকাতও নেই যে সাথী
বুঝেও যে তার পরিমিতি।

একটা টাকা খাই না পাপে
যাই না পথে পাপের বাঁকে,
চাই না আমি অসৎ কামাই
গন্ধ ঠেকুক আমার নাকে।

সেই সে আমি ভয়েই কাঁপি
যখন দেখি পাপেই ডুবে,
রাস্তা ঘাটে চোখটা আটকে
ইচ্ছে মতো পাপটা দেখে।

বসলে পথে নিজের কানে
গীবত যতো সবটা শুনি,
দেখলে ক্ষতি পরের ভীতি
মনে মনে প্রমোদ গুনি!

মিথ্যে আমার নামাজ রোজা
লোক দেখানো খোদা ভীতি!
চোখের জলে চাচ্ছি ক্ষমা
ফেরাও খোদা দিচ্ছি ইতি।

১৪/১১/২০২২
ভেলোর,ভারত।