সুখ নেই মনে, সুখের অভাব।
থাকলে কি আর আবাস গড়ি
তুমি হীনা আকাশ মেঘে
একাকী এই বিজন বনে?
নীড়ের খোঁজে লোকের ভীড়ে
কে বলো চায় আকাশ খুঁড়তে?
পদ্ম ছাড়া জলের ভেতর
লাগে ভালো দুঃখ শুঁকতে?
পুষ্পরেণু কিচিরমিচির
সবটা হলো সুখের আহার,
আমার তো ভাই দুখের বাড়ী
সব কিছুতেই জলের পাহাড়।
রাত্রি শেষে সূর্য এলেই
ভেঙে পড়ে নিজের ঘাড়ে
ডুবলে শরীর ডুবায় আরো,
বন্দী জীবন সময় ঘেরে।

সুখ নেই মনে, সুখের অভাব।

২৮/১১/২০২২
ভেলোর, ভারত।