কবিতা - আমি নারী
🖋️ কলমে - রীতা বসু
    
আমি নারী।
   আমি কন্যা।
      আমি অবহেলিতা দুহিতা।
          ভ্রুনেই যাকে হত্যা করার  হয় কল্পনা।
                আবার আমিই হই কর্তব্যে অনন্যা।।


আমি নারী।
    আমি ভগিনী।
        আমি স্নেহের পরশে বাঁধি রাখী।
           আমি যমের দুয়ারে কাঁটা দিয়ে,
                ভাইয়ের জীবন ভিক্ষা মাগি।।


আমি নারী।
   আমি প্রিয়সী প্রেমিকা।
       আমি ভুবন মোহিনী প্রেমের প্রীতিকা।
          আমি ললাটে চুম্বন এঁকে স্বপ্নের জাল বুনি।
            আবার বিরহে নিরবে বিনিদ্র রাত জাগি।।


আমি নারী।
    আমি স্ত্রী।
    আমি সংসার জয়ী সর্বজয়া।
     আমি হাতে হাত রেখে হাঁটতে পারি।
       আবার হাসিমুখে বিপদে ঢাল হতে পারি।।


আমি নারী।
    আমি জননী।
      আমি সৃষ্টি করেছি নতুন প্রাণ।
        আমি ধরিত্রীর মতো সহনশীলা।
            তাদের জন্যে জীবন করেছি দান।।


আমি নারী।
   আমি গরিয়সী ভুবন প্রীত রুপিনী।
    আমি প্রলয় নাশিনী দীপ্ত-আলোক দ্যুতি।
            আমি কুল  সৃষ্টি ধরণী নবনীতা।
                 আমি নরের পথ - দ্রষ্টা।।
********************************************