বৃষ্টি আবেশ
         রীতা বসু


হঠাৎ যখন বৃষ্টি এসে
ভিজিয়ে দিল আমায়,
বৃষ্টিকে হেসে জিজ্ঞাসা করলাম
"ভালোবাসো" কি আমায়?
মুচকি হেসে বৃষ্টি বলে
ভালোবাসার রঙিন ঝাপটায়
ভিজিয়ে দিলাম তোমায়--
আর রাঙিয়ে দিলাম তোমার মন।
চুপটি করে বসে খানিকক্ষণ
ভালোবাসার আবেশ নিলাম
মেখে সারা গায়ে।
নীরবতা ভঙ্গ করে
বৃষ্টি বলল কানে কানে---
এবার তবে যাই?
প্রশ্ন করি কোথায় যাবে?
এত বিস্ময়, সুখ দিয়ে এই প্রানে।
শান্ত হয়ে বৃষ্টি বলে--
নীল আকাশে ওই দেখা যায়
সাদা মেঘের ভেলা।
যাব আমি তাদের সাথে
আবার খেলতে নতুন খেলা।
আসবো আবার তোমার ডাকে
এক লহমায় ভাসিয়ে দেবো
কাটবে সারাবেলা।
আমি বললাম আসবে তো? আসবে তো?
মনে থাকবে আমার কথা? বৃষ্টি
মনে থাকবে তো?,,,,,,,,আ,,,, আমার কথা।