এক মুঠো আবির
                  রীতা বসু
       
কুড়ি বছর পর আবার এসেছে বসন্ত।
এমনই দিনে তুমি এক মুঠো আবির নিয়ে,
দাঁড়িয়ে ছিলে আমার সম্মুখে।
রাঙিয়ে দিয়েছিলে তোমার দুই হাতে
আমার লজ্জা মাখানো রাঙা দুটি গাল।
আমি সলজ্জ চোখে তোমার চোখে চোখ
রেখে ছিলাম,যেন হারিয়ে গিয়েছিলাম
তোমার আবির রাঙানো মনের গভীরে।
তোমার স্বপ্ন মধুর কাব্যে হারিয়ে গিয়েছিলাম ক্ষণিকের তরে।
সেই ক্ষনিকের আবেশ টুকু আজও
আমার মনের গভীরে বন্দি হয়ে স্বপ্ন দেখে।
এমনি করে কয়েকটা বসন্ত গেছে কেটে।
পলাশ, শিমুল ,কৃষ্ণচূড়ারা এখন তার রঙে রাঙিয়ে তুলেছে  আকাশ।
ভরিয়ে তোলে মনের অন্তরালে লুকিয়ে রাখা  আমার দীর্ঘশ্বাস।
আজও চোখ রাখি পলাশ বিছানো রাস্তার পানে।
আমি নিশিদিন তোমায় ভালোবাসি।
সময় পেলে তুমি আমায় ভালোবাসিও।
আমি তোমায় পেয়েছি স্বপ্ন মাঝারে।
তোমার বিরহে কাটাবো নিশিদিন।
আবার ফিরে আসিবে বসন্ত  দ্বারে।
সেদিন আসিও প্রিয় এক মুঠো আবির সাথে নিয়ে।
রাঙিয়ে দিও আমার নিথর মুখখানি।
ভরিয়ে দিও এক মুঠো আবির দিয়ে আমার সীমান্তের শেষ রেখা টুকু।।