নিঃসঙ্গ যামিনী
            রীতা বসু


নিঃসঙ্গ রাত ঘন অন্ধকার
বসে ভাবি একাকী
কিছু কি হারিয়েছি আজ?
বুকভরা চাপা কথা যখন
গুমরে গুমরে কাঁদে
ঘুমহীন চোখ শূন্য দৃষ্টিতে
খুঁজে বেড়ায় কোন 'আলোকের মুখ'।


ওই দূরে শোনা যায়
নিশুতি পাখির ডাক
ওরাও কি আজ হারিয়েছে-
সুন্দর জীবনের পথ।


জীবনের কাছে ফুরিয়েছে প্রয়োজন আজ,
কিছুই পাওয়ার বাকি নেই তাই,
ঝরে যাওয়া বিবর্ণ পাতার মতো উড়ে যাই-
যেন কোন নিঃসঙ্গ রাতের অন্ধকারে।


তবে কি আর হবে না
  ভোরের স্বপ্নপূরণ?
জীবনের সমস্ত
খোঁজা কি বিফল
আলোকের মুখ
অধরাই থেকে গেল?