আমার জন্য আয়না তবে
এক বিলাসী উপত্যকা,
কাল যেখানে অনিশ্চিতের
আজ হয়ে যাক বিলাসিতা ।
ঘাস হয়ে যাক আঙুল রা সব,
তাদের পাড়ায় জলের গদি—
ইচ্ছেরা হোক হাট্টিমাটিম
নিশ্চিত হোক তোমার ‘যদি’।
আবির মেখে ভুত হতে হয়,
ঘাম ঝরিয়ে মুখোশ৳৳ ৳৳ ৳৳মানুষ—
জন্ম দিনের আলো মেখে
মৃত্যু ও হয় রঙিন ফানুস।
মদ্যপেরা মানুষ হতো
যদি তাদের পা দাঁড়াতো,
সত্যি কথার সাগর বেয়ে
মিথ্যে কে আর কেই বাড়াতো?
এসব শুধুই ছুকছুকানি
আলটপকা আড্ডাবাজি—
ঘুমের ঘোরে হঠাৎ পাওয়া
খানিকটা ভুল আর পেঁয়াজি।
কথার জটে হারিয়ে গেলে
চক্রব্যুহ রাস্তা বাহার—
ঠিকানা সব পালটে গেলে
কুঁচকে ভ্রূ ‘কে বা কাহার?’