ভেঙে দাও
ভাঙো!
হে সমুদ্র; ভেঙে দাও.
আমার মৌনতার পাথর.
যেসব কথা আটকে রেখেছে
আমার গলা, যন্ত্রণায়,
আমার চারপাশে ঘুরছে ফিরছে ...
সব চুরমার করো!
আমার এ পোড়া চোখ আজও দেখছে
দূরে ...ওই দূরে ...
ঘুরে ফিরে
ওই জেলের ছেলে আর মেয়ে কেমন
নির্দ্বিধায় খেলে,
দূরে নাবিক একা তার নৌকায়
সুর তোলে আর ডানা মেলে.
ভেঙে দাও ...সমুদ্র সব ভেঙে দাও!
যেখানে আমি আমার
প্রিয়জনকে হারাই ...
প্রকৃতি পরিবেশ কি তার ভাগ নেবেনা?
তারা কি একটুও বেনিয়ম করবে না?
আমার এ শোক কি একার?
ভাগ নাও, হে সমুদ্র ভাগীদার হও!
ভেঙে দাও! ভেঙে দাও!
কবি লর্ড টেনিসন এর
'Break, Break, Break'
কবিতার দ্বারা অনুপ্রাণিত