দেখেছো কি চোখ মেলে আকাশের পানে,
কারা যেন খেলা করে ধরণীর গানে।
কারা যেন হেসে হেসে প্রতি মাঝ রাতে,
কথা বলে এক মনে তারাদের সাথে।
ঠেলে ঠেলে নিয়ে যায় বাতাসের ঢেউ,
রাত জেগে ঘুম চোখে দেখেছো কী কেউ?
মজা করে চাঁদে চড়ে দূরে দূরে যায়,
মায়া চোখে আনমনে ধরণীতে চায়।
আলো মেখে করে নাচ মেঘেদের সাথে,
দেখেছো কি চোখ মেলে ঘুমহীন রাতে।