সুর মানেই ভালো হয়,
            কে বলেছে ভালো?
কান্নারও তো হয় সুর,
            হয় না সুর বলো?
বাঁশির যেমন মিষ্টি সুর
            হৃদয় মিষ্টি করে;
ফাঁকা মাঠে উঠে সুর,
            নিঃসঙ্গতায় ভরে।
ফাল্গুনের বিরহ সুর
            হৃদয় করে মাত,
তেমনি আবার রাতের সুর
            বাড়ায় কালো হাত।
নবীন পাতার নবীন সুর
            শুনতে বেশ পাই,
দুঃখীর বুকের সুর বলে,
            শুধু নাই নাই।
তারাদের অজানা সুর
            বিস্ময় জাগায়,
মৃত্যুর গভীর সুর
            হৃদয় কাঁদায়।



.