যে মেয়েটি পাথর ভাঙ্গে
             পাথর ভেঙ্গে যায়,
পাথর ছাড়া এ জীবনে
            আর কী বলো পায়?
হারিয়ে গেছে এক শৈশব
            সেই পাথরের বুকে,
কিছু হাসি লুকিয়ে দেখে
            দূরের থেকে তাকে।
পাথর থেকে বেরিয়ে আসে
            যে ধুলোর রাশি,
তার প্রকৃতি আছে যেন
            সেই খানেই ভাসি।
অর্থহীন তার কাছে
             সবুজ-প্রেম-কথা,
অর্থহীন তার কাছে
             সুখ-দুঃখ-ব্যথা।
যে মেয়েটি পাথর ভাঙ্গে
             পাথর ভেঙ্গে যায়,
পাথর ছাড়া এ জীবনে
             আর কী বলো পায়?